• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৫ জানুয়ারি) গেজেট প্রকাশের তারিখ উল্লেখ থাকলেও এটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)।

মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাসহ বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি এ গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন ৮৩৪ জন। তাদের প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা প্রণয়ন করা হয়েছে।

এছাড়া, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। জানা গেছে, এই অভ্যুত্থানে নিহতদের পাশাপাশি প্রায় ১৫ হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। নতুন অধিদপ্তরটি মূলত এই অভ্যুত্থানের স্মৃতি রক্ষা এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ প্রদানে কাজ করবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শহীদ ও আহতদের তালিকা তৈরির কাজ শুরু করে। ১৫ আগস্ট শহীদদের প্রথম তালিকা তৈরির নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে।

এবার যাচাই-বাছাই শেষে প্রকাশিত হলো জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের চূড়ান্ত গেজেট। নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিতের মাধ্যমে এই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর