• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

দেশে এইচএমপিভিতে আক্রান্ত প্রথম মৃত্যু, ছিল অন্যান্য জটিলতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের ভৈরবের সানজিদা আক্তার (৩০) গতকাল রাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সানজিদার নিউমোনিয়া ও ভাইরাসজনিত সমস্যা উন্নতির দিকে থাকলেও তার স্থূলতা ও কিডনি সমস্যা ছিল। এসব জটিলতার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

২০১৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো এইচএমপিভি শনাক্ত হয়। এরপর প্রতিবছরই কিছুসংখ্যক রোগী শনাক্ত হলেও এ ভাইরাসে মৃত্যুর ঘটনা এবারই প্রথম।

চলতি বছরের জানুয়ারিতে পূর্ব এশিয়ার চীন ও জাপানে এইচএমপিভি শনাক্ত হয়। এর পর মালয়েশিয়া ও ভারতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

এইচএমপিভির বিস্তার রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক) গত সোমবার সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে:

যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের জন্য মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করা। শ্বাসকষ্ট, কফ বা জ্বরের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানানো। এয়ারলাইন্সগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ভাইরাসটি সচরাচর হালকা উপসর্গ সৃষ্টি করে। তবে শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

এইচএমপিভি সংক্রমণ প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর