সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সঞ্চয়পত্র স্কিমের মুনাফার হার বাড়িয়েছে সরকার। নতুন হার অনুযায়ী, মুনাফা ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন এই মুনাফার হার গত ১ জানুয়ারি থেকে কার্যকর।
বুধবার (১৫ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সঞ্চয়পত্রের মুনাফা বৃদ্ধির সুপারিশ করা হয়, যা কার্যকর করা হয়েছে।
সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে দুটি ধাপ নির্ধারণ করা হয়েছে: ১. সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগকারীরা। ২. সাড়ে ৭ লাখ টাকার উপরে বিনিয়োগকারীরা।
সাড়ে ৭ লাখ টাকার নিচে মুনাফার হার ১২.৫০%। সাড়ে ৭ লাখ টাকার উপরে মুনাফার হার ১২.৩৭%।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
সাড়ে ৭ লাখ টাকার নিচে মুনাফার হার ১২.৪০%।
সাড়ে ৭ লাখ টাকার উপরে মুনাফার হার ১২.৩৭%।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
সাড়ে ৭ লাখ টাকার নিচে মুনাফার হার ১২.৩০%। সাড়ে ৭ লাখ টাকার উপরে মুনাফার হার ১২.২৫%।
পেনশনার সঞ্চয়পত্র
সাড়ে ৭ লাখ টাকার নিচে মুনাফার হার ১২.৫৫%। সাড়ে ৭ লাখ টাকার উপরে মুনাফার হার ১২.৩৭%।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
সাড়ে ৭ লাখ টাকার নিচে মুনাফার হার ১২.৩০%। সাড়ে ৭ লাখ টাকার উপরে মুনাফার হার ১২.২৫%।
সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের ক্ষেত্রে মুনাফার হারও বৃদ্ধি করা হয়েছে। পাঁচ বছর মেয়াদি, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক, পরিবার সঞ্চয়পত্রসহ বিভিন্ন স্কিমে মুনাফার হার ধাপে ধাপে বাড়ানো হয়েছে।
সরকারি এই উদ্যোগ সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।