• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

ইসরায়েল-হামাস চুক্তি: ছয় সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহার শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
এক নারী গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের প্রাঙ্গণে ইসরায়েলি বিমান হামলায় নিহত আত্মীয়দের জানাজায় শোক প্রকাশ করছেন। ছবি আলজাজিরা।

ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তির মাধ্যমে গাজা শহর ও দক্ষিণ গাজার বাস্তুচ্যুত লাখো মানুষ তাদের বাড়ি ফিরে যেতে পারবে।

চুক্তি অনুযায়ী, রাফা ক্রসিং দিয়ে প্রতিদিন ত্রাণবাহী ৬০০ ট্রাক এবং ৫০টি জ্বালানিসহ গাড়ি গাজায় প্রবেশ করবে। যুদ্ধবিরতির প্রথম ছয় সপ্তাহে বন্দি বিনিময়ের মাধ্যমে হামাসের হাতে আটক ৩৩ বন্দি এবং ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।

পরবর্তী পর্যায়ে থাকবে ইসরায়েলি সেনাদের গাজার জনবহুল এলাকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার পুনর্গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ঘোষণা করে রবিবার থেকে কার্যকর করার কথা রয়েছে।

এদিকে গাজায় টানা ১৫ মাসের সংঘাতের পর অবশেষে এই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে। তবে চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্ক এবং ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। প্যালেস্টাইনিয়ান সিভিল ডিফেন্সের মতে, যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলি বাহিনী হামলার মাত্রা বাড়িয়েছে। আল-জাজিরার তথ্য অনুযায়ী, বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞে কমপক্ষে ৪৬ হাজার ৭০৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজার ২৬৫ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। একই সময়ে হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর