• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

টানা দুই ম্যাচে ৫ গোল: বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

টানা দুই ম্যাচে ৫ গোলের অনবদ্য পারফরম্যান্স! স্প্যানিশ সুপারকাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর এবার কোপা ডেল রে’র রাউন্ড-১৬-তে রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।

ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল করেছেন একটি। পাশাপাশি আরও দুটি গোলের জোগান দিয়ে প্রভাব রেখেছেন পুরো ম্যাচে।

ম্যাচের শুরু থেকেই দারুণ প্রভাব বিস্তার করে খেলতে থাকে বার্সা। ৩’ মিনিটেট গাবি বার্সার পক্ষে প্রথম গোলটি করেন দানি ওলমোর অ্যাসিস্টে। ২৭’ মিনিটে ইয়ামালের পাস থেকে হুলেস কুন্দে ব্যবধান দ্বিগুণ করেন। ৫৮’ মিনিটে রাফিনহা ইয়ামালের কাউন্টার অ্যাটাক থেকে সহজ গোল করেন। ৬৭’ মিনিটে ফেরান তোরেস ওলমোর ক্রস থেকে চতুর্থ গোলটি করেন। ৭৫’ মিনিটে ইয়ামাল নিজেই গোল করেন, যা ভিএআর দেখে বৈধতা পায়।

৮৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক পেনাল্টি থেকে বেটিসের হয়ে সান্ত্বনার গোল করেন।

বার্সার এই পারফরম্যান্স দেখিয়ে দিচ্ছে, হান্সি ফ্লিকের অধীনে দলটি এখন কতটা আত্মবিশ্বাসী। কোয়ার্টার ফাইনালে দলটি একই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না, তা এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর