রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ঠিকাদার সমিতি গঠিত হয়েছে। মো. রেজাউল করিম বাবু কে সভাপতি এবং মোহাম্মদ আনিসুর রহমান টিপুকে সেক্রেটারি ও শরীফ উদ্দিন শরীফকে সাংগঠনিক সম্পাদক করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঠিকাদার সমিতির ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সিদ্ধেশ্বরী কলেজের সাবেক ভিপি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ উজ্জলকে সহ-সভাপতি করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরায় পরিচিতি সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। সমিতির এই নতুন কমিটি গঠনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
নতুন সভাপতি মো. রেজাউল করিম বাবু সিএসবি নিউজ ইউএস-এর কাছে বলেন, রাজউকের অন্তর্ভুক্ত সকল ঠিকাদারদের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিগত ১৩ বছর ধরে শুধুমাত্র আওয়ামীপন্থী ঠিকাদাররাই রাজউকের কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু এখন থেকে আমরা এই বৈষম্যের অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ।
নবনির্বাচিত সহ-সভাপতি এন.এম আব্দুল্লাহ উজ্জ্বল বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা রাজউকের সকল ঠিকাদারদের জন্য একটি সমতাভিত্তিক পরিবেশ সৃষ্টি করতে চাই। বিগত সময়ে ঠিকাদারদের মধ্যে যে বৈষম্য ছিল, তা দূর করে আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া চালু করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রধান লক্ষ্য হলো, উন্নয়ন প্রকল্পগুলোতে যোগ্যতার ভিত্তিতে কাজ বণ্টন নিশ্চিত করা। আমরা চাই প্রতিটি ঠিকাদার তাদের দক্ষতা অনুযায়ী সুযোগ পায় এবং রাজধানীর উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।