বাংলাদেশে প্রায় ২০ বছর ধরে রয়েছে নতুন ভাইরাস এইচএমপিভি এবং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
সোমবার (১৩ জানুয়ারি) দেশে এইচএমপিভি সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি এবং করণীয় নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এই ভাইরাস সাধারণ একটি ফ্লু ভাইরাসের মতো এবং এটি কোনও ভয়ানক ভাইরাস নয়। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার এখনই প্রয়োজন নেই এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি এ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেনি।
তিনি আরও বলেন, এই ভাইরাসে সংক্রমিত হলে গুরুতর ঝুঁকি তৈরি হবে না এবং অতিরিক্ত সতর্কতার প্রয়োজন নেই। সীমান্তেও কড়াকড়ি আরোপ করার প্রয়োজন নেই। তবে যারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, তাদের জন্য এই ভাইরাস কিছুটা জটিলতা তৈরি করতে পারে।
এছাড়া, ভাইরাসটির উপসর্গ হিসেবে জ্বর, সর্দি ও গায়ের ব্যথা দেখা দিতে পারে, তবে এটি কোভিডের মতো মারাত্মক নয়। শিশু এবং বয়স্কদের জন্য মাস্ক পরা পরামর্শ দেওয়া হয়েছে।