• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে এক প্রতিনিধিদল রোববার (১২ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছে।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তবে উভয় দেশের মধ্যে বাণিজ্য এখনো তেমন সন্তোষজনক নয়। তিনি বলেন, দুই দেশের জনসংখ্যার আকার বিবেচনায় বাণিজ্য অনেক কম, যা বৃদ্ধি করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের আরও বেশি ডায়ালগ প্রয়োজন, যা উভয় দেশকেই লাভবান করবে।

পাকিস্তান চেম্বার অব কমার্সের সভাপতি আতিফ ইকরাম শেখ জানান, পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চান, তবে ভিসা জটিলতা এবং সরাসরি ফ্লাইটের অভাব তাদের ব্যবসায়িক সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে। তিনি এই জটিলতা দূর করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এসময় প্রতিনিধিদল বাংলাদেশের কৃষিজাত দ্রব্য উৎপাদন ও বিপণন, শিক্ষা, পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তারা পাকিস্তানে এক্সপোর্ট ফ্যাসিলিটেশন স্কিমের আওতায় বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। এছাড়াও, তারা বাংলাদেশে একটি ট্রেড এক্সপো আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর