দেশে প্রথমবারের মতো শনাক্ত হলো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার বাড়ি ভৈরবে। তিনি বর্তমানে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. হালিমুর রহমান জানান, আক্রান্ত নারীর শরীরে এইচএমপিভি ভাইরাস ছাড়াও ক্লেবসিয়েলা নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে। তিনি বলেন,”নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় রোগীর শারীরিক অবস্থা কিছুটা জটিল হয়েছে। তবে এইচএমপিভি ভাইরাসে তার ক্ষতি তুলনামূলক কম হয়েছে।”
হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি কারণ। এটি ফুসফুস ও শ্বাসনালিকে প্রভাবিত করে এবং শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। ভাইরাসটি প্রথম ২০০১ সালে শনাক্ত করা হয়। সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে এই ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। এতে ওই অঞ্চলে আতঙ্ক তৈরি হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাস দ্রুত ছড়াতে পারে এবং এর প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে দেশের বিভিন্ন সীমান্ত ও স্বাস্থ্যকেন্দ্রে সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা জনসাধারণকে শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।