• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

হামলা হলে সহ্য করা হবে না: মোস্তফা সরওয়ার ফারুকীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সরকারের পক্ষ থেকে এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পরের কয়েক মাসে তা কমে আসে। তবে একেবারে বন্ধ হয়নি। মাঝে মাঝে শোনা যায় এরকম খবর। এবার বিষয়টি নিয়ে সরব হলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন।

ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে হামলাকারীদের হুঁশিয়ারি দেন ফারুকী।

তিনি বলেন, “মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে। তবে সেটা সব জায়গায় না। এটা মনে রাখতে হবে একটি জায়গায় হলেও আমরা সহ্য করব না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এই ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না।”

শিল্প–সংস্কৃতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী বলেন, “শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে ১২টি সাধু মেলা ছিল। আগামী মাসে দ্বিগুণ, অর্থাৎ ২৪টি সাধু মেলা হবে। আর এটা সরকারি উদ্যোগ। এ ছাড়া বেসরকারি উদ্যোগে তো নানান আয়োজন হতেই থাকবে।”

নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীনকে উন্নয়ন সহযোগী হিসেবে আরও বেশি পাশে পাওয়া যাবে এমন আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, “মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে।”


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর