বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের বিষয়টি চূড়ান্ত করেছেন। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাসে তামিম তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং ভক্তদের উদ্দেশে দুঃখপ্রকাশ করেছেন।
তামিম তার স্ট্যাটাসে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত তার দীর্ঘদিনের ভাবনার ফল। তিনি লিখেছেন,”আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। আমি চাই না আমাকে ঘিরে দলের মনোযোগ ব্যাহত হোক। এই কারণেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলাম।”
তিনি আরও উল্লেখ করেছেন, ২০২৩ বিশ্বকাপের আগে যে ঘটনা ঘটেছিল, তা তার জন্য বড় ধাক্কা ছিল। তিনি বলেন,”যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, সেটি মেনে নেওয়া কঠিন ছিল।”
তামিম জানান, ভক্তদের অনেকেই তাকে জাতীয় দলে ফেরার অনুরোধ করেছেন। এমনকি তার ছেলে তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে চেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমার ছেলের মনের কথা ভেবে অনেক ভেবেছি। তবে আমি নিজের মনের কথা শুনেছি। তাকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’”
নির্বাচক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আন্তরিকতার কথা উল্লেখ করে তামিম তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি নিজ সিদ্ধান্তে স্থির থেকেছেন।
তামিম তার স্ট্যাটাসে ভক্তদের হতাশ করার জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আমার সময়টা শেষ হয়েছে। আমি এই সিদ্ধান্তে শান্ত। আশা করি, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে এবং সাফল্যের নতুন মাত্রা ছুঁবে।”
তামিমের এ ঘোষণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এ ব্যাটসম্যানের বিদায় চিরকালই স্মরণীয় হয়ে থাকবে।