সিলেটে অনুষ্ঠিত বিপিএলের দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ২৮ রানের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। আগে ব্যাট করে রাজশাহী দল ১৭৯ রানের লক্ষ্য দেয়, যা তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় খুলনা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুটা ভালোই করেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৪ রান। তবে ২৭ রান করা হারিস নাসুম আহমেদের স্পিনে কাটা পড়লে ভাঙে এই জুটি।
এরপর ইনফর্ম ব্যাটার এনামুল হক বিজয়ও দ্রুত বিদায় নেন। ৬ রান করে নাসুমের বলেই ক্যাচ দেন তিনি। দলের চাপে ভরসা দিতে পারেননি মেহরাব জুনিয়রও। মেহেদী হাসান মিরাজের বলে ২১ রান করেই সাজঘরে ফেরেন।
তবে রাজশাহীকে লড়াইয়ে ফিরিয়ে আনেন ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্ল। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৮৮ রান। রাব্বি ৪১ রান করে আউট হলেও রায়ান বার্ল ৪৮ রানে অপরাজিত থাকেন। শেষদিকে আকবর আলীর ২১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে রাজশাহী সংগ্রহ দাঁড় করায় ১৭৮/৭।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা টাইগার্স। জিশানের বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার বসিস্তো। এরপর তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ।
শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন নাঈম শেখ (২৪) ও আফিফ হোসেন (৩৩)। মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। অঙ্কন, ইমরুল কায়েস, ও রনি নওয়াজরা ছোট ক্যামিও ইনিংস খেললেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি।
শেষদিকে নাসুম আহমেদ চেষ্টা চালান, তবে তার ১৮ রানের ইনিংসও খুলনাকে জয় এনে দিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় তারা।
রাজশাহীর হয়ে রায়ান বার্লের ৪৮ রানের অপরাজিত ইনিংস ছিল ম্যাচের সেরা পারফরম্যান্স। পাশাপাশি ইয়াসির রাব্বি ও তাসকিন আহমেদের কার্যকর ভূমিকা রাজশাহীকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয়।