• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

সিলেট বিমানবন্দরে আটকে গেলেন নিপুণ, মাস্ক পড়েও রক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্য যেতে পারলেন না চিত্রনায়িকা নিপুণ। তাকে বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার। তবে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে আটকানো হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে নিপুণের যাত্রা বাধাগ্রস্ত হয়।

সূত্র জানায়, সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোর্ডিং পাস প্রক্রিয়া শেষ করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে চিনে ফেলেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এরপরই তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার ফ্লাইট বাতিল করা হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, চিত্রনায়িকা নিপুণ নিজেকে নাসরিন আক্তার নামে পরিচয় দেন। তার পাসপোর্টেও এই নাম উল্লেখ রয়েছে। স্থায়ী ঠিকানা হিসেবে ঢাকার বনানী উল্লেখ করা হয়েছে।

আরেকটি সূত্র বলছে, ফ্লাইট বাতিলের পর নিপুণকে ইমিগ্রেশন থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর থেকে চলে যান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের মধ্যে অনেকে আত্মগোপনে চলে যান। চিত্রনায়িকা নিপুণের অবস্থান নিয়েও ধোঁয়াশা ছিল। আগে থেকেই গুঞ্জন ছিল যে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, তিনি দেশেই আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার পর নিপুণ বেশ আলোচনায় আসেন। পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসার কারণে তিনি বিতর্কিত হন। এফডিসিকেন্দ্রিক একটি শক্তি তৈরির জন্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সহযোগিতা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সরকারের পতনের পর তার এসব কর্মকাণ্ড আরও প্রকাশ্যে আসে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর