কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানীর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী, তিনি খুলনার দৌলতপুর এলাকার মো. গোলাম আকবরের ছেলে এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজারে অবস্থান করে ব্যবসা পরিচালনা করছিলেন, তার মহেশখালীতে চিংড়ি চাষের ব্যবসা রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, তিনি সিগাল পয়েন্টের কাছে কাঠের ব্রিজের পাশে গুলির শব্দ শুনতে পান। পরে এক ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখেন। দ্রুত তাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গোলাম রব্বানীকে খুব কাছ থেকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর গোলাম রব্বানী এলাকা ছেড়ে কক্সবাজারে পলাতক অবস্থায় ছিলেন। ঘটনার তদন্ত চলছে, এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।