• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য: সিইসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমাদের একমাত্র লক্ষ্য হলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো। মানুষ যাকে ভোট দেবে, সেই জিতবে—এটাই আমাদের প্রত্যাশা।’

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের মূল উদ্দেশ্য শুধু নিবন্ধনই নয়, জনগণকে সচেতন করা। এবার আগের মতো ভোট হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন—এটি নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নারী ভোটারসহ সব ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ প্রচারণা চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘আগে পক্ষপাতমূলক আচরণ করার জন্য অফিসারদের ওপর চাপ থাকত। এখন এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। কোনো প্রভাব বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অনড় থাকব।’

কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্ত্তী। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর