সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে মারা গেছেন। এছাড়া দুটি বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে সাভারের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছেন, রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রথমে সংঘর্ষে জড়িত বাস এবং পরে পেছনে থাকা আরেকটি বাসও পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের আলাউদ্দিন আরও জানান, বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণ রক্ষা করতে সক্ষম হন। আহত সাতজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরও কয়েকজন আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছেন।
অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, “অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। দুর্ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।