• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

বিপিএলে তামিমের ব্যাটে ফিরল পুরোনো ধার, রাজশাহীকে হারাল বরিশাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

দীর্ঘদিন পর ব্যাট হাতে চেনা রূপে ফিরলেন তামিম ইকবাল। মাঠের বাইরের আলোচনা সরিয়ে আজ সোমবার (৬ জানুয়ারি) বিপিএলে সিলেটে নিজেকে চেনালেন দেশের সেরা ওপেনার। অধিনায়ক তামিমের দুর্দান্ত ইনিংসে ফরচুন বরিশাল সাত উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে চার উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। জবাবে ১৭.৩ ওভারে তিন উইকেট হারিয়ে বরিশাল তুলে নেয় ১৬৯ রান, পৌঁছে যায় জয়ের বন্দরে। বরিশাল অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ঝলমলে ৮৬ রানের ইনিংস।

রান তাড়ায় শুরুতে ১২ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ওপেনার প্রীতম কুমার ৯ বলে তিন রান করে মোহর শেখের ডেলিভারিতে বোল্ড হন। ওয়ানডাউনে নামা কাইল মায়ার্স ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। ১১ বলে তিন চার ও দুই ছক্কায় ২৪ রান তুলে মোহরের শিকার হন তিনি।

তাওহিদ হৃদয় ১৪ বলে ১৩ রান করে আউট হলেও এক প্রান্ত ধরে আগলে রাখেন তামিম। ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করেন তিনি, যেখানে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা। তার ১৭৯.১৬ স্ট্রাইক রেটের ইনিংসে বরিশাল সহজ জয় পায়। মুশফিকুর রহিম অপরাজিত ২৪ বলে ৩৪ রানে ভালো সঙ্গ দেন তামিমকে।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ হারিস ১৬ বলে ২২ রান করে তানভীর ইসলামের বলে বোল্ড হন। জিসান আলম ২৭ বলে ৩৮ রান করেন, কিন্তু ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক এনামুল হক বিজয় ৩৯ রান করেন ৩৫ বলে।

শেষদিকে ইয়াসির আলী রাব্বি ২৩ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যার ফলে রাজশাহী ১৬৮ রানের মাঝারি সংগ্রহ পায়।

বরিশালের হয়ে শাহিন আফ্রিদি চার ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট নেন। তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ একটি করে উইকেট শিকার করেন, দুজনই দেন ২৭ রান।

তামিমের ব্যাটে ভর করে এই জয় বরিশালকে নতুন আত্মবিশ্বাস দেবে এবং বিপিএলে তাদের চ্যাম্পিয়নশিপ দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর