• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

অ্যালেক্স হেলসের বিধ্বংসী সেঞ্চুরি, রংপুরের জয়রথ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। চায়ের রাজধানীতে আসরের প্রথম ম্যাচে আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সিলেট প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। রনি তালুকদার, জাকির হোসেন ও অ্যারন জোন্সদের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সিলেট।

তবে এই বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারেই উইকেট হারালেও ওপেনার অ্যালেক্স হেলস দলের জয়ের নিশ্চিত করেন। ১১৩ রানে অপরাজিত থাকা হেলস ১০টি চার ও ৭টি ছক্কা মারেন।

সাইফ হাসানও বড় ভূমিকা পালন করেন। ৪৯ বলে ৮০ রান করে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। এরপর হেলস সেঞ্চুরি তুলে নিয়ে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রংপুর ২০৬ রানের লক্ষ্য ছুঁতে ৬ বল হাতে রেখে চতুর্থ জয় নিশ্চিত করে।

সিলেটের জন্য, রনি তালুকদার ৫৪ রান করেন এবং জাকির হোসেন ৫০ রান করে। তবে রংপুরের সাইফউদ্দিন দুটি উইকেট নেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর