ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। চায়ের রাজধানীতে আসরের প্রথম ম্যাচে আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সিলেট প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। রনি তালুকদার, জাকির হোসেন ও অ্যারন জোন্সদের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সিলেট।
তবে এই বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারেই উইকেট হারালেও ওপেনার অ্যালেক্স হেলস দলের জয়ের নিশ্চিত করেন। ১১৩ রানে অপরাজিত থাকা হেলস ১০টি চার ও ৭টি ছক্কা মারেন।
সাইফ হাসানও বড় ভূমিকা পালন করেন। ৪৯ বলে ৮০ রান করে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। এরপর হেলস সেঞ্চুরি তুলে নিয়ে রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রংপুর ২০৬ রানের লক্ষ্য ছুঁতে ৬ বল হাতে রেখে চতুর্থ জয় নিশ্চিত করে।
সিলেটের জন্য, রনি তালুকদার ৫৪ রান করেন এবং জাকির হোসেন ৫০ রান করে। তবে রংপুরের সাইফউদ্দিন দুটি উইকেট নেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।