• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

হত্যা-মাদকসহ গুরুত্বপূর্ণ মামলার নথি গায়েব: চট্টগ্রাম আদালতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রাম আদালত থেকে এক হাজার ৯১১টি মামলার গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গেছে। এর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণের মতো গুরুতর মামলার কেস ডকেট (সিডি) রয়েছে। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া রোববার (৫ জানুয়ারি) সিএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আইনজীবীদের মতে, এসব নথি বিচারিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নথি ছাড়া অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি কার্যালয়ের জায়গার সংকটের কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পলিথিনে মোড়ানো এক হাজার ৯১১টি মামলার নথি বারান্দায় রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসব নথি গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো পাওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া বলেন, “নথিগুলো রাখতে পর্যাপ্ত কক্ষ ছিল না বলে বারান্দায় রাখতে হয়েছিল। তবে নথিগুলো কে বা কারা নিয়ে গেছে, তা জানা যায়নি।”

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, পাবলিক প্রসিকিউটরের জিডি অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। এছাড়া আদালত ভবনে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হবে।

আইনজীবীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে নথি উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর