চট্টগ্রাম আদালত থেকে এক হাজার ৯১১টি মামলার গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গেছে। এর মধ্যে হত্যা, মাদক, চোরাচালান ও বিস্ফোরণের মতো গুরুতর মামলার কেস ডকেট (সিডি) রয়েছে। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া রোববার (৫ জানুয়ারি) সিএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আইনজীবীদের মতে, এসব নথি বিচারিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নথি ছাড়া অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি কার্যালয়ের জায়গার সংকটের কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পলিথিনে মোড়ানো এক হাজার ৯১১টি মামলার নথি বারান্দায় রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসব নথি গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো পাওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া বলেন, “নথিগুলো রাখতে পর্যাপ্ত কক্ষ ছিল না বলে বারান্দায় রাখতে হয়েছিল। তবে নথিগুলো কে বা কারা নিয়ে গেছে, তা জানা যায়নি।”
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, পাবলিক প্রসিকিউটরের জিডি অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। এছাড়া আদালত ভবনে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হবে।
আইনজীবীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে নথি উদ্ধারের দাবি জানিয়েছেন।