ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা ধরে রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার (৬ জানুয়ারি) এএস মোনাকোর বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে ওসমান ডেম্বেলের একমাত্র গোলে জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিল ফরাসি জায়ান্টরা।
কাতারের অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত এই ম্যাচে গোলের জন্য নিরন্তর চেষ্টা করে পিএসজি। পুরো ম্যাচে তারা ২৭টি সুযোগ তৈরি করলেও, লক্ষ্যে থাকা ৯টি শটেও গোলের দেখা মিলছিল না। তবে ৯২ মিনিটে ফ্যাবিয়ান রুইজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে শিরোপা উপহার দেন ডেম্বেলে।
এর আগে লিগ ওয়ানের ম্যাচেও মোনাকোর বিপক্ষে জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। সেই ধারাবাহিকতায় আবারও তার পারফরম্যান্স পিএসজির শিরোপা নিশ্চিত করে।