আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, ফরেনসিক অডিট শুরু

স্বচ্ছতার সাথে অডিট সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত আজ রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এবং পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া হয়, যা সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, এই ছুটির সিদ্ধান্ত ফরেনসিক অডিট সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ফরেনসিক অডিটের জন্য একটি নিরীক্ষক নিয়োগ করবে এবং স্বচ্ছতার সাথে অডিট সম্পন্ন করার জন্য এমডিদের ছুটিতে পাঠানো হয়েছে। যদি কারও দায় প্রমাণিত না হয়, তবে তিনি পূর্বের পদে ফিরে আসতে পারবেন।

এডিবির অর্থায়নে ব্যাংকগুলোর ফরেনসিক অডিট পরিচালনা করবে একটি বিদেশি অডিট ফার্ম। ব্যাংকগুলোর মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এমডিরা দায়িত্বে না থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিনের বৈঠকের আগে, গত শনিবার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে দায়িত্বে অবহেলার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যা ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *