২০২৫ সালে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি দারুণ জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ওয়েস্টহাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে বছর শুরু করেছে পেপ গার্দিওলার দল। এর মাধ্যমে মৌসুমের বাকি অর্ধেকটা ভালো করার সম্ভাবনা তৈরি করেছে সিটি, যা তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে।
শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। সিটির ৩টি গোলের মধ্যে ব্রাজিলিয়ান সাভিনহোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথম গোলটি ছিল ওয়েস্টহ্যামের আত্মঘাতী গোল, যা ১০ মিনিটে ঘটে। এরপর ৪২ ও ৫৫ মিনিটে সাভিনহো হালান্ডকে দুটি গোলের জন্য অ্যাসিস্ট করেন।
পাঁচ মিনিট পর ৫৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন ফিল ফোডেন। এই গোলের মাধ্যমে সিটি ৪-০ তে এগিয়ে যায়। ম্যাচের ৭১ মিনিটে ওয়েস্টহ্যামের একমাত্র সান্ত্বনা গোলটি করেন নিকলাম ফুলক্রুগ, ফলে ম্যাচের স্কোরলাইন ৪-১ থাকে।
২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানসিটি। লিভারপুল থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থাকা সিটি আগামী ম্যাচগুলিতে ভাল করতে পারলে তাদের অবস্থান আরো শক্তিশালী হতে পারে।