এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও ৫৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে ৫৭৫ জন মারা যান, এবং এসব মৃত্যুর মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল।