কক্সবাজারের উখিয়ার হাইওয়ে সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে থাইংখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিটন গাজি (১৮), আবুল খায়ের কোম্পানির কর্মচারী এবং রোহিঙ্গা যুবক আব্দুর রহমান (১৮), উখিয়া ক্যাম্পের বাসিন্দা।
শাহপুরি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, লিটন ও আব্দুর রহমান অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে কুতুপালং যাচ্ছিলেন। থাইংখালিতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা সড়কে পড়ে যান। এ সময় টেকনাফগামী বাস “সমুদ্র তরী” তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ওসি আরও জানান, হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।