• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার, ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ৩৫ হাজার টাকার প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহার করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আন্দোলনকারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তারা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

সারা দেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটগুলোতে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা রোগীদের সেবা দিয়ে থাকেন।

২০১৮ সাল থেকে ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। চলতি বছরের জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। তবে আন্দোলনকারীরা এটিকে ‘যৌক্তিক নয়’ দাবি করে ফের আন্দোলনে নামেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি পূরণের আশ্বাসে তারা সড়ক ছাড়লেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত রোববার ফের শাহবাগে অবরোধ শুরু করেন।

পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের বাসায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়। সেখানে ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ৩৫ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা জুলাই থেকে কার্যকর হবে। সোমবার প্রজ্ঞাপন জারির পর তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এবং মঙ্গলবার থেকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা জানান।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর