ময়মনসিংহের গাছতলা বাজার এলাকায় বালুবোঝাই ড্রামট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সদর ও তারাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), এবং পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনার সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজি অটোরিকশাটি বালুবোঝাই ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলেই লাবনী আক্তার ও বিদ্যা মিয়া নিহত হন। আহত অবস্থায় আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুল আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের লাশ শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে, এবং ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।