• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
আ. লীগ-ছাত্রলীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ নতুন মুদ্রানীতি ঘোষণা: আগামী ছয় মাসে বাড়ছে না সুদের হার আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্যের প্রথম বৈঠক ভোজ্যতেলের সংকট অল্প দিনের মধ্যেই কেটে যাবে: বাণিজ্য উপদেষ্টা আমরা অবিচারে যাব না, সুবিচার নিশ্চিত করবো: প্রধান উপদেষ্টা নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পৃষ্ঠপোষকতায় গিগাবাইট যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে : জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার সড়কে হঠাৎ উধাও কাউন্টারভিত্তিক বাস, যাত্রী দুর্ভোগ চরমে দেশে প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোবাইল নিয়ে এলো ‘অপো রেনো১৩ সিরিজ’ এনআইডির তথ্য ফাঁস: পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ

চাঁদপুরে জাহাজে ডাকাতি, সাতজন নিহত ও একজন আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে ‘এমভি আল-বাখেরা’ নামের একটি জাহাজে ডাকাতির ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া জুয়েল রানা (২৩) নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার শ্বাসনালি কাটা অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশে সারবাহী জাহাজটি যাত্রা করেছিল। তবে চাঁদপুরের মাঝের চর এলাকায় সোমবার ডাকাতির শিকার হয়। জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই আরও দুজনের মৃত্যু হয়।

বেঁচে থাকা জাহাজকর্মী জুয়েল রানা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি। হাসপাতালের চিকিৎসক ডা. সিরাজ সালেক জানান, তার শ্বাসনালি মারাত্মকভাবে কাটা গেছে এবং গলায় আর্টিফিশিয়াল টিউব বসানো হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কাজনক।

জুয়েলের ভাই লিটন খালাসি জানান, জুয়েল চার বছর ধরে জাহাজটিতে সুগানি হিসেবে কাজ করছেন। পরিবারের দাবি, এই ধরনের নৃশংস ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

চাঁদপুর নৌপুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম জানিয়েছেন, আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর