চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ এমভি আল বাখেরা লাইটার-এ দুর্বৃত্তদের হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ২৩ ডিসেম্বর সোমবার বিকেল সোয়া ৩টার দিকে জাহাজের স্টাফ রুমে মরদেহগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ডাকাত দল এই হামলা চালিয়েছে।
এ ঘটনার পর নৌ পুলিশ ও কোস্ট গার্ডের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে এবং তদন্ত শুরু করেছে।