প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আজ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুই দফায় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হয়।
সকালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে, যেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং কবির পরিবার। জানাজার পর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন পর্যায়ের মানুষ।
পরে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে, যেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর কবির প্রতি শ্রদ্ধা জানানো হয় সেখানেও।
প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর হোস্টেলের ওয়াশরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান কবি হেলাল হাফিজ। পরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।