সাম্প্রতিক সাফল্যের ফলাফল হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারীরা ১৩২তম স্থানে উঠে এসেছে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে লাল-সবুজের মেয়েরা। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার আগে তারা ছিল ১৩৯তম স্থানে। এ সাফল্যই তাদের র্যাঙ্কিংয়ে উন্নতির পথ সুগম করেছে।
২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ বছরের ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
ফিফা চার মাস পর নারী ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। এ সময়ে দলগুলো আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়। ১৭৬টি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং নির্ধারিত হয়েছে।
২০২৪ সালের শেষ নাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে স্পেন এবং তৃতীয় স্থানে জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে। সেরা দশে আরও রয়েছে সুইডেন, কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া এবং নেদারল্যান্ডস।
প্রথমবারের মতো সেরা দশের বাইরে নেমে ১১তম স্থানে রয়েছে ফ্রান্স।