• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং বহুমতভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমানের এই বার্তা প্রকাশ করা হয়।

তারেক রহমান বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ হওয়া দেশের বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শহীদ বুদ্ধিজীবীরা ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, যা আজও আমাদের জন্য প্রেরণার উৎস।”

তিনি বলেন, “স্বাধীনতার পর অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করতে থাকে। তারা জাতির ঐক্য নষ্ট করে শাসনব্যবস্থায় বিভেদ, অনাচার, গুম-খুন এবং ফ্যাসিবাদের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। এই প্রক্রিয়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নভঙ্গ হয়েছে।”

তারেক রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রকৃত গণতন্ত্রের চর্চা, আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমতের সহাবস্থান নিশ্চিত করতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ থেকে আমরা এই কাজে প্রেরণা পাই।”

তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে তারেক রহমানের এই বক্তব্য গণতন্ত্র পুনর্গঠন এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জাতির জন্য নতুন আশা জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর