• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

শীতের সবজি বাজারে, তবুও দামে স্বস্তি নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

শীতের মৌসুম এলেই সবজির দাম কমার প্রত্যাশা থাকলেও রাজধানীসহ সারা দেশে বেশিরভাগ সবজি এখনো ৮০-১০০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। মুলা ও মিষ্টি কুমড়া ছাড়া বাজারের প্রায় সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, বিচিযুক্ত শিম ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৮০ টাকা এবং পেঁয়াজের পাতা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মুলা ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, সাধারণ শিম ৫০ টাকা, বরবটি ১০০ টাকা, গোল বেগুন ৮০ টাকা এবং লম্বা বেগুন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

শান্তিনগর বাজারে বাজার করতে আসা চাকরিজীবী রাজু আহমেদ বলেন, “শীতের সময় সবজির দাম কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন বাজারে আসলে উল্টো চিত্র দেখা যাচ্ছে। বেশিরভাগ সবজি ৮০-১০০ টাকার মধ্যে, যা সাধারণ ক্রেতাদের জন্য খুবই চাপের।”

মালিবাগ বাজারের ক্রেতা রফিকুল ইসলাম অভিযোগ করেন, “বাজারে কোনো ধরনের মনিটরিং নেই। বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে নিচ্ছেন। শীতেও এমন পরিস্থিতি মেনে নেওয়া কষ্টকর।”

এদিকে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, শীতের সবজি এখনো পুরোপুরি বাজারে আসেনি। কারওয়ানবাজার থেকে সবজি কিনে আনা আলমগীর হোসেন বলেন, “বর্তমানে বাজারে থাকা সবজি আগের ফসলের। নতুন করে শীতের সবজি আসা শুরু হলে দামে দ্রুত পতন হবে।”

ব্যবসায়ীদের আশা, এক সপ্তাহের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম অনেকটাই কমে যাবে। তবে বাজারে পর্যাপ্ত মনিটরিং এবং দ্রুত সরবরাহ নিশ্চিত না হলে সাধারণ ক্রেতাদের জন্য শীতের বাজার আরও কঠিন হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর