বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুজন কমিশনারের নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা যায়।
তারা হলেন- বিটিআরসির কমিশনার (আইনজীবী ও বিচারক ক্যাটাগরি) ও ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (বাবু) এবং কমিশনার (ব্যবসা-বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন ক্যাটাগরি) ড. মুশফিক মান্নান চৌধুরী।
প্রজ্ঞাপনে জানানো হয়, এই দুই কর্মকর্তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।