• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

আমদানি নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে ই-সিগারেটকে নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে ই-সিগারেটসহ ইএনডিএস পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া উপস্থাপন করে। তবে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের আগে আরও পর্যালোচনা এবং পরবর্তী বৈঠকে পুনরায় উত্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা পরিষদ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ‘এশিয়া কাপ-২০২৪’-এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসা করে ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সরকারের এই পদক্ষেপ ই-সিগারেটের আমদানি বন্ধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর