দেশের একমাত্র সংগীতভিত্তিক চ্যানেল, গান বাংলা টেলিভিশনের সম্প্রচার ১১ ডিসেম্বর বুধবার দুপুর ১২টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) চ্যানেলটির কাছে বকেয়া স্যাটেলাইট ফি পরিশোধ না করায় সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির জানান, দীর্ঘদিন ধরে চ্যানেলটির ওপর ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া ছিল, এবং বারবার তাগিদ দেওয়ার পরও তা পরিশোধ করা হয়নি। ফলে, চুক্তি অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, যদি গান বাংলা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ করে, তবে সম্প্রচার পুনরায় চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চ্যানেলটির কাছে বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ থাকবে।