• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

‘পুলিশ কখনো নিপীড়ক হতে পারে না, হবে জনগণের বন্ধু’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ কখনো নিপীড়ক হতে পারে না, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আজিমপুরের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পুলিশি কার্যক্রম সফল করতে হলে শুধুমাত্র পুলিশ নয়, জনগণকেও সহায়তা করতে হবে। মাদক, ইভটিজিং ও দখলবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণকে পুলিশের পাশে এসে দাঁড়াতে হবে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশকে আইন ও বিধির আওতায় কাজ করতে হয়, এবং তাদের শপথ অনুযায়ী তারা জনগণের অংশ। “পুলিশ কখনো নিপীড়ক হতে পারে না, বরং জনগণের বন্ধু হয়ে কাজ করবে,” তিনি যোগ করেন।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘পুলিশ সমাজ থেকে অপরাধ দূর করতে পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতা প্রয়োজন।’ তিনি জানান, পুলিশ জনগণের সহায়তায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে কাজ করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএমপির লালবাগ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এবং ছাত্র আন্দোলনের নেতারা। সভায় স্থানীয় জনগণ তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরেন, যা পুলিশের কার্যক্রম আরও উন্নত করতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর