ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশ কখনো নিপীড়ক হতে পারে না, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আজিমপুরের পার্ল হারবার কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পুলিশি কার্যক্রম সফল করতে হলে শুধুমাত্র পুলিশ নয়, জনগণকেও সহায়তা করতে হবে। মাদক, ইভটিজিং ও দখলবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণকে পুলিশের পাশে এসে দাঁড়াতে হবে।’
অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশকে আইন ও বিধির আওতায় কাজ করতে হয়, এবং তাদের শপথ অনুযায়ী তারা জনগণের অংশ। “পুলিশ কখনো নিপীড়ক হতে পারে না, বরং জনগণের বন্ধু হয়ে কাজ করবে,” তিনি যোগ করেন।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘পুলিশ সমাজ থেকে অপরাধ দূর করতে পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতা প্রয়োজন।’ তিনি জানান, পুলিশ জনগণের সহায়তায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে কাজ করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএমপির লালবাগ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, এবং ছাত্র আন্দোলনের নেতারা। সভায় স্থানীয় জনগণ তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরেন, যা পুলিশের কার্যক্রম আরও উন্নত করতে সহায়তা করবে।