নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ২৯৫ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মঙ্গলবার (১০ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী মো. ইয়াজুর রহমান বাবু। মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলার সি এন্ড বি চৌরাস্তা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে মাশরাফী ও তার সহযোগীরা ছাত্র-জনতার ওপর হামলা করে এবং ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে মারধর করে। হামলায় রামদা, বাঁশের লাঠি, লোহার রড ব্যবহার করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
মামলার আসামির মধ্যে রয়েছেন ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুল হক রোমসহ আরও অনেক নেতা। এছাড়া অজ্ঞাত ৩০০ জনেরও নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।