বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে তিন মাসের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর), বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।
গত ৯ নভেম্বর একই মামলায় সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস এবং শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়, যার মধ্যে শমী কায়সার ২৪ নম্বর আসামি।
নতুন আদেশ অনুযায়ী শমী কায়সার আপাতত জামিনে মুক্ত থাকবেন।