• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা বাতিলের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচটি মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করে এই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতের সিদ্ধান্ত প্রসঙ্গে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান জানান, হাইকোর্ট গত অক্টোবরে ড. ইউনূসের বিরুদ্ধে করা পাঁচটি মামলা বাতিল করেন। আপিল বিভাগ সেই রায় বহাল রেখেছেন, ফলে মামলাগুলো আর চালু থাকছে না।

২০১৯ সালের ৩ জুলাই ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের তিন সাবেক কর্মচারী—আব্দুস সালাম, শাহ আলম ও এমরানুল হক—ঢাকার তৃতীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন। পরে একই বছরের আরও দুটি মামলা করেন হোসাইন আহমেদ ও আব্দুর গফুর।

২০২০ সালে এসব মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। হাইকোর্ট মামলা বাতিলের রুল জারি করে এবং পৃথক শুনানির পর ২০২৩ সালের ২৪ অক্টোবর রায় ঘোষণা করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে যা আজ খারিজ হলো।

এই রায়ের ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা মামলাগুলো আর কার্যকর থাকছে না, যা তার পক্ষে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর