প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, “আইনি সহায়তার পরিসর বৃদ্ধির পাশাপাশি আর্থসামাজিক বাধা অতিক্রমের মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেনডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি বলেন, “জনগণের সেবা নিশ্চিত করে এমন একটি কার্যকর বিচার বিভাগ গঠনই আমাদের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু। ন্যায়বিচার বড় শহরের আদালত কক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে।”
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম।
সেমিনারে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, জেলা পর্যায়ের বিচারকরা, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও আইন কমিশনের প্রতিনিধিরা।
আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দক্ষ বিচারসেবা প্রদানের জন্য করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। আয়োজকেরা মনে করেন, এই সেমিনার বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে।