সিনেমাপ্রেমীদের দৃষ্টি এখন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা-২’র দিকে। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১৭৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২১ কোটি টাকার সমান।
স্যাকনিক ডটকমের তথ্য অনুযায়ী, তেলেগু ভাষায় সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ৯৫ কোটি ১ লাখ রুপি। এছাড়া হিন্দি ভাষায় ৬৭ কোটি, তামিল ভাষায় ৭ কোটি, কন্নড় ভাষায় ১ কোটি এবং মালায়ালাম ভাষায় ৫ কোটি রুপি আয় করেছে। এ পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনের আয়ের দিক থেকে ‘পুষ্পা-২’ বিশাল ব্যবধানে পেছনে ফেলেছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাকে, যা প্রথম দিন আয় করেছিল ১৩৩ কোটি রুপি।
তিন বছর পর মুক্তি পাওয়া ‘পুষ্পা’র এই সিক্যুয়াল নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিনেমাটি মুক্তির পর থেকেই ভারতের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ঢল নেমেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পূর্ণ প্রেক্ষাগৃহের একাধিক ভিডিও। অনেক দর্শক আল্লু অর্জুনের ‘পুষ্পা’ লুক অনুসরণ করে সিনেমা দেখতে এসেছেন।
মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের রেকর্ড গড়েছে ‘পুষ্পা-২’। হিন্দি ভাষায় অগ্রিম টিকিট বিক্রির প্রথম ১০ ঘণ্টায় বিক্রি হয়েছিল ৫৫ হাজারেরও বেশি টিকিট। ন্যাশনাল চেনগুলো—পিভিআর, আইনক্স, এবং সিনেপলিসে ১ লাখ ৫২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয় মুক্তির আগেই।
বিশেষজ্ঞদের মতে, বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ‘পুষ্পা-২’। মুক্তির প্রথম দিন থেকে শুরু হওয়া এ সাফল্যের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।