নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মেতিকান্দা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম।
পুলিশ জানায়, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহামেদ রাজুর দুই সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও আব্দুল বাসেদ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
শনিবার ভোরে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল সমর্থক মানিক মিয়া ও কল্পনা বেগম নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের নাম লেখাসহ সংবাদ প্রকাশ কারায় সম্প্রতি রায়পুরা রিপোর্টার ক্লাবের সভাপতি মনিরুজ্জামানকে গুলি করেন রুবেল সমর্থকরা। পরে গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামানকে ঢাকায় পাঠানো হয়। তাছাড়া স্থানীয় সংবাদিকদেরকেও হুমকি ধামকিসহ মারধর করেন তার সমর্থরা। ফলে সংঘর্ষে দুইজন মারা গেলেও স্থানীয় সাংবাদিকরা হাসপাতাল বা এলাকায় গিয়ে সংবাদ সংগ্রহে ভয় পাচ্ছেন।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।