• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

সাইফুল হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজের ভিত্তিতে আরেকজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিপন দাস (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন দাস নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা হরস চন্দ্র লেনের বাসিন্দা। তিনি চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, রিপন দাস এজাহারভুক্ত আসামি ছিলেন না। তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় নীল গেঞ্জি পরিহিত রিপনের হাতে একটি ধারালো দা ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের ভিত্তিতে রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন বাতিল হওয়ার পর চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। এ সময় সংঘর্ষের একপর্যায়ে রঙ্গম কনভেনশন হলের পাশের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনার জেরে আরও পাঁচটি মামলা দায়ের হয়েছে। তদন্তে মামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর