• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ার চাখারে শামীম সাঈদীর তাফসির মাহফিল ১৯ জানুয়ারি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকার অনুদান অনুমোদন নিউমার্কেট এলাকায় দুর্ঘটনায় আহত মেহের আফরোজ শাওন মাজার-দরগাহে হামলা প্রতিরোধে সরকার কঠোর, ৪০টি হামলায় গ্রেপ্তার ২৩ তথ্যপ্রযুক্তি খাতে টেকসই উন্নয়নে বেসিসের সেমিনার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: নেপালকে হারিয়ে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনা টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস স্বাস্থ্যখাত সংস্কারে অগ্রাধিকারমূলক পদক্ষেপের ঘোষণা স্বাস্থ্য উপদেষ্টার এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের আমির

সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য ফের বিধি-নিষেধ জারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্রমণে পর্যটকদের জন্য ফের বিধি-নিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনার পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করতে রাঙ্গামাটি জেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাজেকে বুধবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে যারা সাজেকে অবস্থান করছেন, তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।”

সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনা সাজেক থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শীপপাড়া এলাকায় ঘটেছে। তবে পর্যটন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ি জিপগাড়ি লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, মঙ্গলবার সকালে ২০-২৫টি পর্যটকবাহী গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি ফিরেছে। তবে বিকেলে কোনো গাড়ি সাজেক ছেড়ে যায়নি এবং সাজেকে নতুন করে কোনো পর্যটক যাননি।

সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর