• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

হংকংয়ে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

হংকংয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) এ সেবার উদ্বোধন করা হয়।

কনসাল জেনারেল ইসরাত আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল কাজী শমসের উদ্দিনসহ কারিগরি প্রতিনিধিরা।

কনসাল জেনারেল বলেন, ই-পাসপোর্ট সেবা প্রবাসীদের জন্য কনস্যুলার কার্যক্রমকে আরও সহজ এবং উন্নত করবে। এ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক বলেও তিনি উল্লেখ করেন।

কর্নেল কাজী শমসের উদ্দিন ই-পাসপোর্ট সেবার বিভিন্ন দিক তুলে ধরে কনস্যুলেটের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কনসাল জেনারেলকে একটি স্মারক উপহার দেন।

অনুষ্ঠানে প্রতিনিধিদল প্রবাসীদের ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন এবং কনস্যুলেটের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।

প্রবাসী বাংলাদেশিরা এই কার্যক্রমের জন্য কনস্যুলেট ও পাসপোর্ট অধিদপ্তরকে ধন্যবাদ জানান। এ সময় চারজন প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট ফর্ম প্রদান করা হয়।

Nagad
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. কামরুল হাসান।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর