চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ।
সংঘর্ষে এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলায় এবং ৭ জন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতোয়ালী মোড়ে সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা করা হয়েছে। প্রথম মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০-৭০০ জন, দ্বিতীয়টিতে ১৪ জনের নামসহ অজ্ঞাত ৩০০-৪০০ জন এবং তৃতীয় মামলায় ১৩ জনের নামসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন, “তিনটি মামলার আসামিরা সবাই ইসকন সদস্য ও চিন্ময় দাসের অনুসারী।”