দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজের আমদানি স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে এসেছে ১৫ ট্রাকে ৪০০ মেট্রিক টন পেঁয়াজ এবং ৪ ট্রাকে ১১০ মেট্রিক টন আলু।
বন্দর সূত্রে জানা গেছে, রোববার আমদানি হয়েছিল ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ এবং ৭২ ট্রাকে ২,০৩৯ মেট্রিক টন আলু। তবে সোমবার মাত্র ২ ট্রাকে ৭২ মেট্রিক টন আলু এসেছে।
এদিকে আলু আমদানিতে সাময়িক স্থবিরতায় বাজারে দাম বেড়েছে কেজি প্রতি ১৫ টাকা। হিলি বাজারে শাটাল আলু ৭৫ টাকা, কাঠিনাল ৭০ টাকা এবং ভারতীয় আলু ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
ভারতের হিলি বন্দর রপ্তানিকারকরা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে সেখান থেকে বাংলাদেশে আলু রপ্তানি সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অন্য রাজ্য থেকে রপ্তানিতে কোনো বাধা নেই।
হিলি বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, স্লট জটিলতায় দুদিন আমদানি বাধাগ্রস্ত হলেও বুধবার থেকে কার্যক্রম স্বাভাবিক হয়েছে।