মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের নারী দল আজ (বুধবার) গড়লো দুটি নতুন রেকর্ড। প্রথমে ব্যাটিংয়ে দলীয় সর্বোচ্চ স্কোর ২৫২ রান (৪ উইকেট) করার পর আয়ারল্যান্ড নারী দলকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৪ রানের বিশাল জয় তুলে নেয়।
এর আগে, দলীয় সর্বোচ্চ স্কোরের (২৫০) ও বড় জয় (১১৯ রান) রেকর্ড ছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পা রাখলো টাইগ্রেসরা।
শারমিন আকতার শুপ্তা ৯৬ রানে ও ফারজানা হক পিংকি ৬১ রানে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। এরপর সুলতানা খাতুন ও নাহিদা আকতারের দারুণ স্পিন (৩টি করে উইকেট) এবং মারুফার পেস আক্রমণে আইরিশ নারীরা মাত্র ২৮.৫ ওভারে অলআউট হয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন শারমিন আকতার সুপ্তা। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ১৪ চার। ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সুপ্তা। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত চার ফিফটি করলেও নেই কোনো সেঞ্চুরি। আয়ারল্যান্ডের ফ্রেয়া সার্জেন্ট নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন লরা ডেলানি ও অ্যামি ম্যাগুয়ার।
দেড় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে আজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ বছরের ১২ অক্টোবর সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। দু্বাইয়ে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছিলেন জ্যোতিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ জয় দিয়ে শুরু করলেও হেরেছিল টানা তিন ম্যাচ। এছাড়াও ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা আজ খেলেছেন ৮ মাস পর। এই সংস্করণে বাংলাদেশ জয় পেয়েছে টানা ৫ ম্যাচ হারের পর।