ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতির ফলে উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি ভঙ্গ হলে ইসরায়েল আবারও হামলা চালাবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির চুক্তিটি এখন ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায়, যা আনুষ্ঠানিকতার অংশমাত্র।
চুক্তির একটি শর্ত অনুযায়ী, উভয় পক্ষই ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ লিতানি নদীর উত্তরে অবস্থান করবে, যেখানে দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা থাকবে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে চুক্তির আরও বিস্তারিত শর্ত এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতেই ইসরায়েল এ সিদ্ধান্ত নিয়েছে।