ঢাকার রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
গত ১ অক্টোবর, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০ জুলাই, রূপনগর থানার প্রশিকা মোড় এলাকায় শামীম হাওলাদার গুলিবিদ্ধ হন, এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার হত্যাকাণ্ডের অভিযোগে শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় মামলা করেন, যেখানে জ্যাকবকে এজাহারনামীয় ১২২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।